Pages

Tuesday, 14 February 2012

আমার প্রথম পোস্ট

       একটা গানের কথা মনে পড়ে গেল। 

"কত না হাজার ফুল ফোটে ভুবনেতে,
তার কিছু ফুল দিয়ে গাঁথা হয় মালা,
বাকি ফুল ফোটে অনাদরে ঝরে যেতে........"

পৃথিবীতে প্রতিদিন নাম না জানা অনেক ফুলই তো ফোটে, কিন্তু তার কয়টা ফুল দিয়ে মালা গাঁথা হয় তার খবর হয়ত আমরা কেউ রাখিনা। আমরা হয়তো জানিনা বাকি ফুলগুলো কোথায় ঝরে যায়, আর কেনইবা ঝরে যায়। হয়ত জানার প্রয়োজন পড়েনা তাই জানিনা। হয়ত বা নাগরিক সভ্যতার এ যান্ত্রিক জীবনে আমাদের এত কিছু জানার বা খোঁজ রাখার সময়ই নাই হাজারো ব্লগের ভীড়ে আমার এ ব্লগটিও হয়তো অনাদরে ঝরে যাওয়া ফুলের মত অনাদরেই রয়ে যাবে। তারপরও জীবনতো থেমে থাকেনা। দুঃখ সুখের এ দোদুল্যমান সংসার সাগরে আশাই হয়ত মানুষকে বাঁচিয়ে রাখে। তারপর একসময় ধীরে ধীরে নিয়ে যায় মহাকালের তরণীতে। শুধু রেখে যায় তার স্মৃতিচিহ্ন। আর এ ভাবেই হয়ত মরণশীল মানুষ হয়ে ওঠে মৃত্যুঞ্জয়ী। আবার কখনোবা এই মানুষই হয়ত নিক্ষিপ্ত হয় মহাকালের অকাল গহীনে। এই পৃথিবী ভুলে যায় তাকে, মুছে ফেলে তার স্মৃতিচিহ্ন টুকু। আর এটাই হয়তো বিশ্ববিধাত্রীর অমোঘ বিধান।

আজ ১৪ই ফেব্রুয়ারী, বিশ্ব ভালবাসা দিবস। আর এ দিনেই এ ব্লগের যাত্রা শুরু হল। তাই  সবাইকে বিশ্ব ভালবাসা দিবসের অনেক অনেক শুভেচছা।

No comments:

Post a Comment